প্রকাশ : ০৪ মে ২০২২, ০০:৩৯
দলীয় নেতা-কর্মীর সাথে শেখ ফরিদ আহমেদ মানিকের ঈদ শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর শহরের মুনিরা ভবনের বাড়িতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম।
|আরো খবর
মঙ্গলবার তিনি বাবুরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সন্ধ্যায় নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
এয়সময় শেখ ফরিদ আহমেদ মানিক নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং সবাইকে ঈদের সেমাই নাস্তা আপ্যায়ন করেন।
ঈদের দিন প্রিয় নেতার সাক্ষাৎ পেয়ে নেতা-কর্মীরাও বেজায় খুশি।