প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ ব্যাপক কর্মসূচি

আজ ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এ দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে এ সংগঠনটির জন্ম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সেদিন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে ঐতিহ্যবাহী এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগ নামে এ সংগঠনটি পরিচিতি পায়।
|আরো খবর
মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ নানা ঐতিহ্য ও বাংলাদেশের গৌরবম-িত ইতিহাসের অনেক বড় অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় অনেক বরেণ্য ব্যক্তিত্ব এ সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান।
কর্মসূচি : আজ সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন, স্থান : হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ১০টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ, ১০টা ১০ মিনিটে জাতীয় সংগীত ও রনসংগীত, সাড়ে ১০টায় পায়রা ও বেলুন উত্তোলন, ১০টা ৪০ মিনিটে ৭৪জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ, ১০টা ৫০ মিনিটে কেক কাটা এবং ১১টায় আনন্দ শোভাযাত্রা। প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এছাড়া জেলা, উপজেলাসহ বিভিন্ন স্তরের আওযামী লীগ নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সাবেক সকল নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসব কর্মসূচিতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণ করার জন্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান অনুরোধ জানিয়েছেন।