রবিবার, ০৪ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

মোঃ আব্বাস উদ্দিন

টানলে বিড়ি

ভাঙলে সিঁড়ি

তোমার বেটা ক্ষতি কী?

আমার মেয়ে

তোমার চেয়ে

অনেক বড়ো বাপের ঝি।

বইয়ের পাতা

পড়াও ছাতা

ওসব না পড়লে কী?

তুমি বেটা

লাগাও লেঠা

নালিশ-সালিস দরকার কী?

আমার ছেলে

আমার কোলে

গরম ভাতে মাখে ঘি,

স্কুলে ভাই

নাই যদি নাই

তোমার যায় আসে কী?

খাইলে গাঁজা

দেবে সাজা

এসব তুমি করছ কী?

নাইবা আদব

হলে বেয়াদব

তোমার মায়ের-বাপের কী?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়