প্রকাশ : ১২ মে ২০২৫, ২০:৩৪
পুরাণবাজার শেখর পালের ব্যবসা প্রতিষ্ঠানে শ্রী নারায়ণ পূজা

শ্রী নারায়ণ পূজা হিন্দুধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে শুভ কাজের আশায় সাধারণত এই পূজা করা হয়। সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে সব বাধা-বিঘ্ন দূর হয় বলে বিশ্বাস সনাতনী ধর্মাবলম্বীদের। সবার মঙ্গল কামনার্থে ২৯ বৈশাখ ১৪৩২ (১২ মে ২০২৫) সোমবার সকালে চাঁদপুর পুরাণবাজারের ব্যবসায়ী শেখর পালের ব্যবসা প্রতিষ্ঠানে (যুগী পট্টি) শ্রী নারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত 'এসকে পাল' নামক এই ব্যবসা প্রতিষ্ঠানে শ্রী নারায়ণ পূজার আয়োজন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত কেদারনাথ চক্রবর্তী। এ সময় ব্যবসায়ী শেখর পাল ছাড়াও উপস্থিত ছিলেন টিটু সাহাসহ অন্যরা।