মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪

মাহবুবুর রহমান শাহীনের জন্যে শুভ কামনা

অনলাইন ডেস্ক
মাহবুবুর রহমান শাহীনের জন্যে শুভ কামনা

চাঁদপুরের কৃতী সন্তান, দেশের ক্রীড়াঙ্গনের পরিচ্ছন্ন ও মেধাবী মুখ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাচনে উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন। বিওএ কেন্দ্রীয় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনকল্পে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (৩০ নভেম্বর ২০২৫) কক্সবাজার বেয়াচ হোটেলে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল পদে প্রার্থীদের নাম উপস্থাপন করা হয়। এতে শুধুমাত্র উপ-মহাসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এ পদে নির্বাচন ঘোষণা করা হয়। পরে সংগঠনের নিয়ম অনুযায়ী ৯২ জন ভোটারের তালিকা প্রকাশ করে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সংগঠনের ৯২ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপ-মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থীর মধ্যে মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ভোট তথা ৭০ ভোট পেয়ে প্রথম হন। তিনি পূর্বে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। চাঁদপুরের ঐতিহ্যবাহী গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্বে রয়েছেন দীর্ঘদিন।

মাহবুবুর রহমান শাহীন চাঁদপুর-৩ আসনে দীর্ঘদিন ধরেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। একসময় স্থানীয় সরকার নির্বাচনে চাঁদপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হবার কথা তিনি না বললেও নানাভাবে শোনা গিয়েছিলো। এজন্যে তাঁকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আন্দাজ করে প্রতিপক্ষরা হয়েছিলো প্রতিহিংসাপরায়ণ। কেউ একজন তাঁর ওপর ন্যাক্কারজনক হামলা চালানোর চেষ্টাও করেছিলো। শাহীন দমে যান নি। তিনি এর চেয়েও বড়ো জায়গায় নিজের যোগ্যতা প্রমাণের জন্যে অব্যাহত চেষ্টা চালিয়ে গেছেন ও যাচ্ছেন। জনপ্রতিনিধি হবার ইচ্ছা আপাতত তাঁর পূরণ না হলেও দেশের ক্রীড়াঙ্গনে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ বারবার তুলে ধরছেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনে তিনি দুবার সাধারণ সম্পাদক হয়ে দেশব্যাপী নিজের সাঁতারবান্ধব সর্বোপরি ক্রীড়াবান্ধব পরিচয়টা তুলে ধরেছেন। সর্বশেষ দেশের মর্যাদাপূর্ণ ও অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে উপ-মহাসচিব পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। নিজের অভাবনীয় গ্রহণযোগ্যতাকে দেশবাসীর কাছে বিশেষভাবে তুলে ধরেছেন। আমরা তাঁর এ বিজয়ে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। তাঁর জন্যে রইলো আমাদের নিরন্তর শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়