শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)-এ নির্বাচনী প্রচারণা

আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো

............. এম এ হান্নান

প্রবীর চক্রবর্তী।।
আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান তাঁর গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) তিনি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন। ইউনিয়নের পাটওয়ারী বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ৩৫ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। পাশাপাশি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের সেবা করেছি। দল দু বার আমাকে মূল্যায়ন করলেও একটি কুচক্রী মহলের কারণে আমি নির্বাচন করতে পারি নি। এবারও আমি সকল দিক থেকে এগিয়ে থাকলেও দল আমাকে বঞ্চিত করেছে। কিন্তু আপনারা আমাকে ভালোবেসে পাশে রেখেছেন। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি এই ভালোবাসার নিদির্শন হিসেবে আমার প্রতীক চিংড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একই সাথে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ফারুক আহমদ খান, পাটওয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মানিক পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়