প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২২
বিকেএসপির স্কলারশিপে সোহানের ফুটবল-প্রতিভা বিকশিত হোক

মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে ডাক পেতে যাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (১০ নভেম্বর ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এদিকে এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।
পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে , মাত্র তিন বছর বয়স থেকে গ্রামের রাস্তায় বাবার সঙ্গে ফুটবলের অনুশীলন শুরু করে সোহান। সে অল্প সময়ের মধ্যেই বেশ কিছু কলাকৌশল রপ্ত করে। ফুটবলে তার প্রতিভার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফুটবলপ্রেমীরা শিশুটিকে দেখতে ছুটে যান। কেউ কেউ অবাক হয়ে কিংবা খুশিতে সোহানকে ফুটবল, জার্সি, জুতা উপহার দেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সোহানের সঙ্গে দেখা করেন, তাঁর হাতে তুলে দেন ফুটবলের নানা সামগ্রী। সেই সঙ্গে শিশুটির লেখাপড়াসহ খেলাধুলা চালিয়ে নেওয়ার দায়িত্ব নেন। সোহান বিকেএসপিতে পড়াশোনার সুযোগ পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাবা সোহেল প্রাধানিয়া। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে কথা হয় তার সাথে। তিনি বলেন, আমি আমার ছেলেকে বাংলাদেশের জন্যে উৎসর্গ করলাম। আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। টিভিতে খেলা দেখে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে সোহান নিজেও। সে বলে, আমি বড়ো হয়ে মেসির মতো খেলতে চাই। বিকেএসপিতে সোহানের ভর্তির ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি। তিনি বলেন, খুদে ফুটবলার সোহানের প্রতিভা দেখে আমি নিজেও তার সঙ্গে দেখা করেছিলাম। আমরাও চাই সোহান লেখাপড়ার পাশাপাশি একজন ভালো মানের ফুটবলার হবে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কার্যকর প্রেসার গ্রুপ। কথা উঠেছে, কোনটা বেশি শক্তিশালী। তবে বেশি প্রচার ও ভাইরাল হবার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (বিশেষ করে বাংলাদেশে ফেসবুক) দিনদিন শক্তিশালী নয়, প্রভাবশালীও হয়ে উঠছে। মতলব উত্তরের প্রত্যন্ত এলাকার খুদে ফুটবল প্রতিভা সোহানকে নিজ এলাকার বাইরে সারাদেশে ও সারাবিশ্বে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে ফেসবুকই প্রধান ভূমিকা পালন করেছে, আর সেই ফেসবুকের মাধ্যমেই জানা গেলো, সোহান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বদান্যতায় বিকেএসপির স্কলারশিপ পেতে যাচ্ছে। আমরা আশা করি, খুব শীঘ্রই এ সংক্রান্ত কাগুজে নির্দেশনা জেলা প্রশাসক ও ইউএনও কার্যালয়ে আসবে এবং সোহান তার অসাধারণ ফুটবল-প্রতিভা বিকাশে নিজ দেশের সর্বোচ্চ সহযোগিতা প্রাপ্তির পথেই হাঁটবে। কথা হলো, বিকেএসপিতে এতো কম বয়সী শিশু শিক্ষার্থীর পরিচর্যার ব্যবস্থা আছে তো? না, বাড়িতে থেকেই সোহান বিকেএসপির স্কলারশিপ সংক্রান্ত সুবিধা ভোগ করবে?








