প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১:৫০
মৌলভীবাজারে পবিত্র গিয়ারভী শরীফ মাহফিল
মহান সুফি সাধক, কাদরীয় তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম দস্তগীর ওলিকুল শিরোমণি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানী (রহ.)-এর সম্মানার্থে প্রতি আরবি চন্দ্র মাসের ১০ তারিখ দিবাগত রাতে তাঁর ওফাত দিবসকে স্মরণ করে ভক্ত আশেকানদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মৌলভীবাজারে পবিত্র গিয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
|আরো খবর
রোববার (২ নভেম্বর ২০২৫) মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়িতে মেহরাজ চৌধুরী মেননের আয়োজনে এবং দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর পরিবেশনায় পবিত্র গিয়ারভী শরীফ পালন উপলক্ষে নাতে রাসূল (দ.), মানকাবাত পরিবেশনা, বয়ান, গিয়ারভী শরীফের তাসবীহ পাঠ, সালাতু সালাম ও বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহরাজ চৌধুরী মেননের পরিচালনায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজারের জিম্মাদাররা বাদ মাগরিব নাতে রাসূল (দ.), মানকাবাত পরিবেশন, বাদ ইশা বয়ান পেশ, পবিত্র গিয়ারভী শরীফের তাসবীহ পাঠ, মিলাদ এবং সালাতু সালাম ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রিয় নবী করিম (দ.) এবং আউলিয়ায়ে কেরামের ফয়েজ ও বরকত হাসিলের উদ্দেশ্যে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন আত্তারী, শমশেরনগর সিংরাইল দাওয়াতে ইসলামী মাদরাসার প্রধান শিক্ষক ও আল আকসা জামে মসজিদের ইমাম মোহাম্মদ নূর আমিন রেজা আত্তারী, বাহার মর্দান দাওয়াতে ইসলামী মাদরাসার শিক্ষক কাওছার আত্তারী মাদানী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ)-এর আহ্বায়ক সালেহ আহমদ (স'লিপক), আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ নাছির, ব্যবসায়ী মোহাম্মদ রুস্তম, মৌলভীবাজার জেলা নার্সারী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ব্যবসায়ী গোলাম হোসেন মোল্লা, মৌলভীবাজার ফায়ার সার্ভিসে কর্মরত কামাল হোসেন, মো. মাসুদ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাবুল, দপ্তর সম্পাদক মো. রুশেদ আলম সহ বিভিন্ন তরিকাপন্থী ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।
পরে তবররুক পরিবেশনের মাধ্যমে ফয়েজ ও বরকতময় মহতী এ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।




