প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩
মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

মৌরভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সদর মডেল থানার আয়োজনে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
সভায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, রাত্রিকালীন পাহারা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ছবি বা ভিডিওর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।
এছাড়া এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির এম সাহেদ আলী, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাড. সুনীল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা জামিল আহমেদ আনসারী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, বিএনপি নেতা স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও সাংবাদিকবৃন্দ।