রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২৩:১৬

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে জন্মাষ্টমী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে জন্মাষ্টমী উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর শহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। নতুনবাজার গোপাল জিউর মন্দির থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ ভক্তের ঢল নামে। পুরাণবাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা শোভাযাত্রাটি এক অনন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

জন্মাষ্টমী শোভাযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাঁদপুর জেলা পুলিশ ও প্রশাসনের ভূমিকা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সতর্ক উপস্থিতির কারণে পুরো শোভাযাত্রা নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন মন্দির ও ইসকন ভক্তরা এজন্যে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাত ৯টায় পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এদিন সারাদেশের ন্যায় চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সুপারসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়