রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২২:৪৬

জন্মাষ্টমীতে ফরিদগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রবীর চক্রবর্তী
জন্মাষ্টমীতে ফরিদগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদগঞ্জে দিনব্যাপী মন্দিরে মন্দিরে পূজা অর্চনা, শ্রীকৃষ্ণ কীর্ত্তন ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় শোভযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা হিতেশ চন্দ্র শর্মা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য ঋষিকেশ, বিশ্বজিৎ দাস, প্রদীপ দাস সাগর, কৃষ্ণ কমল দাস, সোহাগ সাহা, সুজন রায়, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল মজুমদার, যুব কমিটির সভাপতি রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক শ্যামল দাস প্রমুখ। শোভাযাত্রায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া, যুব কমিটি, দাসপাড়া যুবসংঘ, রাধাগোবিন্দ মন্দির, বলদেব সংঘ, শ্রী নামহট্ট সংঘসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এদিকে সকালে খাজুরিয়া বাজারে খাজুরিয়া কালিবাড়ি মন্দির কমিটির উদ্যোগে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়