শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৭:১৬

মতলব দক্ষিণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব দক্ষিণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মতলব দক্ষিণ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ মতলব দক্ষিণ শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ মতলব দক্ষিণ শাখার সভাপতি প্রফেসর সুখরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার আশিষ ও নিমাই ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা , মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

উপস্থিত ছিলেন মতলব জগন্নাথদেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমির ভট্টাচার্য্য (বলু), সদস্য সচিব চন্দন বিশ্বাস , কলাদী হরিসভা মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ সাহা , জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি তাপস সাহা, শিক্ষক উত্তম কুমার সাহা, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী, উপজেলা জাগো হিন্দু পরিষদের সদস্য সচিব লিটন সরকার , হিন্দু নেতা প্রদিপ সাহা, বলাই সাহা, রিপন সাহাসহ সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ ভক্ত । আলোচনার পূর্বে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন । শোভাযাত্রাটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খ, কাসা-ঘণ্টা নিয়ে অংশগ্রহণ করেন।

এ ছাড়া স্ব-স্ব মন্দির ও এলাকার মহল্লায় পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানগুলোতে হাজারো সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জন্মাষ্টমী উপলক্ষে চিত্রাঙ্কন, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা ও মহাপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়