রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০০:৫৩

জন্মাষ্টমী উদযাপ‌নে জেলা‌ কমিটির মত‌বি‌নিময় সভা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্নের আহ্বান

বাদল মজুমদার
ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্নের আহ্বান

পর‌মেশ্বর ভগবান শ্রীকৃ‌ষ্ণের জন্মাষ্টমী উদযাপনের ল‌ক্ষ্যে চাঁদপুর জেলা‌ জন্মাষ্টমী উদযাপন প‌রিষ‌দের মত‌বি‌নিময় সভা শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বি‌কে‌লে শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

সভায় প্রধান অ‌তিথির বক্তব‌্য রা‌খেন জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি সুভাষ চন্দ্র রায়। তি‌নি ব‌লেন, "আমরা সক‌লে মি‌লেমি‌শে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা পালন কর‌বো।"

"প্রশাস‌নের বে‌ঁধে দেয়া সময় মে‌নে শোভযাত্রা শেষ করা যায় না"— এই অভিযোগ করে তিনি বলেন, "এ বিষয়‌টি এ বছর যেনো বিগত বছ‌রের ন‌্যায় না হয় সে‌দি‌কে সক‌লের দৃষ্টি রাখ‌তে হ‌বে।"

"আজান ও নামা‌জের সময় ‌যেনো কোনো প্রকার সাউন্ড সি‌স্টেম না বা‌জে"— এই অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আমরা সকলের ধর্মীয় অনুভূতিকে সম্মান করেই অনুষ্ঠান কর‌বো।"

সভায় সভাপ‌তি‌ত্ব করেন চাঁদপুর জেলা‌ জন্মাষ্টমী উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি প‌রেশ চন্দ্র মালাকা‌র এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কা‌র্তিক সরকার

সভায় আরও বক্তব‌্য রা‌খেন জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সি‌নিয়র সহ-সভাপ‌তি ন‌রেন্দ্র নারায়ণ প‌ণ্ডিত, সাধারণ সম্প‌াদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠ‌নিক সম্পাদক লিটন সাহা, সদর উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা‌ জন্মাষ্টমী উদযাপন প‌রিষ‌দের সহ-সভাপ‌তি রঞ্জিত সাহা মুন্না, তমাল ভৌ‌মিক প্রমুখ।

পৌর পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, ম‌হিলা সম্পা‌দিকা মাধুরী সাহা, জেলা হিন্দু মহা‌জো‌টের সভাপ‌তি রতন দাসসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া ম‌ন্দির ক‌মি‌টির সহ-সভাপ‌তি চিররঞ্জন রায়, সনাতনী ছাত্র সমা‌জের প‌ক্ষে কানাই দে, পুরাণবাজার ঘোষপাড়ার প‌ক্ষে বিপ্লব দাস কুট্টি, হ‌রিসভার প‌ক্ষে রাজন দেসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সভায় মতপ্রকাশ করেন।

পুরাণবাজার দাসপাড়া শিব ম‌ন্দির জন্মাষ্টমী কমি‌টির সভাপ‌তি শাওন দাস, দাসপাড়া কালী ম‌ন্দির ক‌মি‌টির প‌ক্ষে পলাশ দাস রাম, পালপাড়া জন্মাষ্টমী কমি‌টির সাধারণ সম্পাদক সমীর পাল, হ‌রিজন কলোনীর র‌নি দাস তাদের বক্তব্যে আগামী জন্মাষ্টমী শান্তিপূর্ণভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় কচুয়া উপ‌জেলা ও হাইমচর উপ‌জেলার আহ্বায়ক মা‌নিক ভৌ‌মিক ও অঞ্জন রায় চৌধুরীও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, "আমরা সক‌লে ধর্মীয় ভাবগাম্ভী‌র্যের সাথে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সকল কর্ম পালন কর‌বো।"

"প্রশাস‌নের নির্দেশনা লঙ্ঘন করে কোনো শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না" —এমন ঘোষণা দিয়ে বক্তারা বলেন, "শোভাযাত্রার মাধ্যমে অন্য সম্প্রদায়ের অনুভূতিতে যেনো আঘাত না লাগে সে‌দি‌কে সকলের খেয়াল রাখা উচিত।"

সবশেষে বক্তারা বলেন, "আমরা আমা‌দের পরিবারের সকল‌কে নি‌য়ে আনন্দঘন ও ধর্মীয় পরিবেশে জন্মাষ্টমী উদযাপন কর‌বো।"

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়