শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৪:৪১

দৃষ্টি নিবদ্ধ থাকলো হাজীগঞ্জ বাজারের প্রতি

অনলাইন ডেস্ক
দৃষ্টি নিবদ্ধ থাকলো হাজীগঞ্জ বাজারের প্রতি

আসছে পহেলা আগস্ট থেকে হাজীগঞ্জ বাজারের রাস্তা, ফুটপাত ও ওয়াকওয়ে সব দখলমুক্ত রাখা হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাজীগঞ্জ বাজারের রাস্তা ও ফুটপাতের দখল ছাড়তে হবে। পহেলা আগস্ট থেকে রাস্তা, ফুটপাত ও ওয়াকওয়ে হকারসহ সব ধরনের দখলমুক্ত থাকবে। যানবাহন ও মানুষ নির্বিঘ্নে চলাচল করতে আমরা আমাদের সিদ্ধান্তগুলো যে কোনোভাবেই বাস্তবায়ন করবো। কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’। হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষ্যে বুধবার (২৩ জুলাই ২০২৫) বিকেলে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি আরো বলেন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার পর পরিবহনগুলোকে অবশ্যই রাস্তার বাম পাশ চেপে দঁাড়াতে হবে। বোগদাদ ও আইদিসহ দূরপাল্লার পরিবহনগুলোকে অবশ্যই নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠানামা করাতে হবে। বাজারের মধ্যে থেমে থেমে যাত্রী ওঠানামা করানো যাবে না। এছাড়া অটো-সিএনজি বাজারে দঁাড় করিয়ে রাখা যাবে না। চলার পথে যাত্রী ওঠানামা করতে হবে। সিএনজি ও অটোস্ট্যান্ডে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি গাড়ি রাখা যাবে না। রাস্তা ও ফুটপাত ব্যবসা করার জায়গা নয় উল্লেখ করে তিনি বলেন, হয়তো দেখা যাবে, আবার অনেকেই বলবে, হাজীগঞ্জ বাজার যানজটমুক্ত হয়নি। তবে আমরা বলবো, আমরা এই অব্যবস্থাপনার ইতি টানতে চাই। মানুষের অভ্যাসের পরিবর্তন করতে চাই। আমরা নিয়ম মেনে চলতে চাই। এতে কিছুটা হলেও পরিবর্তন আসবে। পূর্ণাঙ্গভাবে বাজারের যানজটমুক্তকরণে আমরা বাইপাসের প্রতি গুরুত্ব দিয়েছি। বাইপাস হলে শহরের পরিধি বাড়বে। গত ২১ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, হকার, বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট লোকজন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটির পর নিশ্চয়ই হাজীগঞ্জ বাজারের প্রতি দৃষ্টি নিবদ্ধ থাকবে আগ্রহী ও ওয়াকিবহাল প্রতিটি মানুষের। মানুষ দেখবে, ১ আগস্ট থেকে হাজীগঞ্জ বাজারে কী হতে যাচ্ছে। জেলা প্রশাসকের ঘোষণা মতে এ বাজারের রাস্তা, ফুটপাত ও ওয়াকওয়ে দখলমুক্ত হয়ে গেলে এবং যানবাহনগুলো শৃঙ্খলা মোতাবেক চলাচল করলে অবশ্যই উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। চঁাদপুর শহরের যানজট নিরসনে জেলার শীর্ষ কর্মকর্তাদের অনেক কড়া হুঁশিয়ারি ও ঘোষণা অকার্যকর হতে দেখে যখন শহরবাসী হতাশ, তখন হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনের ব্যাপারে জেলা প্রশাসকের ঘোষণা মতে কী হতে যাচ্ছে সেটা দেখতে শুধু হাজীগঞ্জবাসী নয়, বস্তুত পুরো জেলাবাসীই অপেক্ষমান। অতীতে জনপ্রতিনিধিদের শিথিলতা ও রাজনৈতিক কারণে হাজীগঞ্জ বাজারের ব্যাপারে অনেক সিদ্ধান্তই শেষ মুহূর্তে এসে কার্যকর হয় নি কিংবা কার্যকর হলেও টেকসই হয় নি। এবার এমন কিছু হবার আশঙ্কা নেই বলেই আশা করা যাচ্ছে যে, ১ আগস্ট ২০২৫ থেকে হাজীগঞ্জ বাজার যানজটমুক্ত হবে এবং বাইপাস সড়কের বিষয়টি নিয়েও ভাবনা গভীর থেকে গভীরতর হবে। ফেনীর মহীপালের যানজট বিড়ম্বনা নিরসনে ফ্লাইওভার যেমন হয়েছে, হাজীগঞ্জ বাজারে তেমন কিছু করার সম্ভাবনা একেবারে ক্ষীণ। এটা এই কারণে যে, চঁাদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের অংশটি প্রশস্ত করার কোনো সুযোগ নেই। কেননা দুপাশে বিদ্যমান বহুতল ইমারত ভাঙ্গা একেবারেই অসম্ভব। এমতাবস্থায় হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে জেলা প্রশাসকের ঘোষণা কার্যকর এবং বাইপাস-ভাবনায় মত্ত হবার বিকল্প নেই বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়