প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০:৫৩
চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজ পরিদর্শনে দু বোর্ড সদস্য

বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের নির্দেশনায় চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজ পরিদর্শনে আসেন ময়মনসিংহ বিভাগীয় বোর্ড সদস্য কবিরাজ কৃষ্ণকান্ত রায় এবং সিলেট বিভাগীয় বোর্ড সদস্য কবিরাজ দিলীপ কুমার দাস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সভাপতি (চ. দা.) অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী, সদস্য কাজী শাহাদাত, সদস্য অ্যাড. আব্দুল আজিজ, সদস্য হাকীম মো. মনিরুজ্জামান পাটওয়ারী, হাজী শাহ আলম মুন্সি, শিক্ষক প্রতিনিধি হাকীম মো. মাহবুব হোসেন পাটওয়ারী ও অধ্যক্ষ মো. শাহেদ হোসেন পাটওয়ারী।
পরিদর্শকদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।