শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৫:৩৩

মাইলস্টোন স্কুলের নিহতদের আত্মার শান্তি ও যুবদল নেতা শাহজালাল মিশনের সুস্থতা কামনায়

চাঁদপুর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষের প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষের প্রার্থনা সভা
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহতদের আত্মার শান্তি ও আহতসহ চাঁদপুর সদর থানা যুবদল সভাপতি শাহজালাল মিশনের সুস্থতা কামনা করে শহরস্থ কালীবাড়ি মন্দিরে প্রার্থনারত ভক্তবৃন্দ।

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত বিমান পাইলট ও  ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে চাঁদপুর শহরস্থ ঐতিহ্যবাহী প্রাচীন কালী মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময় চাঁদপুর সদর উপজেলা  যুবদলের কর্মীবান্ধব সভাপতি শাহজালাল মিশনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষের আয়োজনে গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ ) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রার্থনা সভায় ব্যাপক ভক্ত অনুরাগীদের উপস্থিতি পরিলক্ষিত হয়। তারা ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কল্যাণময়ী জগৎমাতা শ্রী শ্রী কালীমায়ের চরণে প্রার্থনা জানান এবং জানা, অজানা সকল অসুস্থের সুস্থতা ও জগৎ কল্যাণ কামনা করেন। প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত। প্রার্থনায় অংশ নেওয়া ভক্তবৃন্দ নিহত ও আহতদের আত্মীয় স্বজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা যেন এই মর্মান্তিক শোক সইতে পারেন তার জন্যেও তারা দেবী চরণে প্রার্থনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়