প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৪
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের বার্ষিক এজিএম ও লিডারশীপ কনফারেন্স সম্পন্ন

বাংলাদেশে শামসুল উলামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ‘আনজুমানে আল ইসলাহ’ শুধু ইসলাম ধর্মের সঠিক আকিদা প্রচারেই নয়, বরং মানবতার কল্যাণে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে ১৯৭৯ সাল থেকে। এই ধারাবাহিকতায় আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম), লিডারশীপ কনফারেন্স ও মধ্যাহ্ন ভোজ গত ২১ জুলাই ২০২৫ কার্ডিফ বাংলাদেশ সেন্টারে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। ওয়েলসের বিভিন্ন শহর কার্ডিফ, সোয়ানসী, নিউপোর্টসহ অন্যান্য স্থান থেকে আগত ডেলিগেট ও সদস্যদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।
|আরো খবর
সভাপতিত্ব করেন ডিভিশনাল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আনসার মিয়া ও জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে ছিলেন যথাক্রমে হযরত মাওলানা নজরুল ইসলাম (প্রেসিডেন্ট, কেন্দ্রীয় আনজুমানে আল ইসলাহ ইউকে),
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (জয়েন্ট সেক্রেটারি), মোহাম্মদ বদরুল ইসলাম (জয়েন্ট সেক্রেটারি), মাওলানা কাজী ফয়জুর রহমান (খতীব, শাহজালাল মসজিদ), মাওলানা আব্দুল মুক্তাদির (খতিব, জালালিয়া মসজিদ) ও
কাউন্সিলার দিলওয়ার আলী (কেন্দ্রীয় সদস্য)।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিলো--কোরআন তেলাওয়াত : হাফিজ তৌয়াহিদুল হক; নাতে রাসূল : হাফিজ জালাল উদ্দিন; আর্থিক প্রতিবেদন : ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী; বার্ষিক প্রতিবেদন : সেক্রেটারি আনসার মিয়া। অংশগ্রহণকারীরা প্রতিবেদনগুলোর ওপর গঠনমূলক আলোচনা ও পরামর্শ দেন। তারপর নতুন নেতৃত্ব নির্বাচন (২০২৫-২০২৮) সম্পন্ন হয়। প্রেসিডেন্ট : হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্টগণ : আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার ও মাওলানা আব্দুল মুক্তাদির; জেনারেল সেক্রেটারি : আনসার মিয়া; জয়েন্ট সেক্রেটারি : মোহাম্মদ মকিস মনসুর; প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি : মোহাম্মদ আসকর আলী; অর্গানাইজিং সেক্রেটারি : সৈয়দ শামসুল হক রানু; এডুকেশন ও কালচারাল সেক্রেটারি : মাওলানা আসাদুল হক; ট্রেনিং ও এমপ্লয়মেন্ট সেক্রেটারি : শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান;
ওয়েলফেয়ার সেক্রেটারি : মোহাম্মদ জহির আলী; মেম্বারশিপ সেক্রেটারি : ক্বারী মোজাম্মেল আলী;
কমিটি সদস্যবৃন্দ : কাউন্সিলার দিলওয়ার আলী, ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া ও আলহাজ্ব তৈমছ আলী। সমাপ্তি দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা নজরুল ইসলাম।
পরিশেষে মজাদার মধ্যাহ্ন ভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডিভিশনাল প্রেসিডেন্ট মাওলানা ফারুক আহমদ। তিনি কনফারেন্স সফল করতে অক্লান্ত পরিশ্রম করা সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।