শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৩

গাজার যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশিরা

বিশুদ্ধ পানি ও খাদ্য সহায়তা বিতরণ

আফছার হোসাইন, কায়রো থেকে
গাজার যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশিরা

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশী স্বেচ্ছাসেবীরা। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহায়তায় এবং প্রবাসী কানাডিয়ান মুসলিমদের অর্থায়নে ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ প্রায় ২০০ পরিবারের মধ্যে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেছে।

সংগঠনের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, যুদ্ধবিরতি প্রত্যাহার ও সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গাজায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তথ্য পেয়ে জরুরি সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়। পাশাপাশি গাজার অভ্যন্তরে পরিচালিত ‘সেন্ট্রাল কিচেন’ থেকে প্রতিদিন ১০০ থেকে ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “এর আগেও পাঁচ শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করেছি। গৃহহীনদের জন্যে তাঁবু বসিয়ে অস্থায়ী বাসস্থান তৈরি, মসজিদ নির্মাণসহ নানা কার্যক্রম পরিচালনা করছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনি যুদ্ধাহত ও তাদের পরিবারের জন্যেও সহায়তা দিচ্ছি।”

সাকিব আরও জানান, ফিলিস্তিনিদের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। “মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশি তরুণরা বিশ্বজুড়ে যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে, সেটিই আমাদের অনুপ্রেরণা,” বলেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়