শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৫১

অল কান্ট্রি হোম কেয়ারের রিভার ক্রুজ

হাকিকুল ইসলাম খোকন ও আয়েশা আক্তার রুবি, যুক্তরাষ্ট্র থেকে
অল কান্ট্রি হোম কেয়ারের রিভার ক্রুজ

প্রবীণদের জন্যে প্রীতিময় পদক্ষেপ গ্রহণে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’কে নিউইয়র্ক স্টেটের অ্যাসেলী মেম্বার জেনিফার রাজকুমারের পক্ষ থেকে তার ডেপুটি চিফ অফ স্টাফ নিল টিফিনডি প্রক্লেমেশন দিয়েছেন আব্দুল কাদের শিশিরকে ও প্রতিষ্ঠানটির আরো দুজনকে। খবর আইবিএননিউজ।

জেনিফার রাজকুমার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি অন্য একটি জরুরি কাজের জন্যে আসতে পারেননি।তাই তার ডেপুটি চিফ অফ স্টাফ নিল টাইভেডিসহ কয়েকজন প্রতিনিধি পাঠিয়েছেন অতিথিদের মাঝে।

নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির আলোকে জীবনের অবশিষ্ট দিনগুলো অতিবাহিত করতে পারবেন প্রবীণ প্রবাসীরা--এমন একটি ‘ডে কেয়ার সেন্টার’ চালু উপলক্ষে গত রোববার (১৩ জুলাই ২০২৫) ব্যতিক্রমী একটি ‘নৌ-ভ্রমণে’র আয়োজন করা হয়েছিলো। সাড়ে তিন শ’ প্রবীণসহ মোট চারশ’ জনের টানা ৫ ঘন্টার এই ভ্রমণে অংশগ্রহণকারীরা গান-আড্ডা আর স্মৃতিচারণে মেতে উঠেছিলেন।

বাঙালি রসনায় পরিপূর্ণ বিভিন্ন আইটেমের খাবারের মধ্যেও ডুবেছিলেন অনেকে।

নিউইয়র্ক সিটির কুৃইন্সের হিলসাইড এভিনিউতে অবস্থিত ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’র সার্বিক ব্যবস্থাপনায় ফ্লাশিং বে থেকে ইস্ট রিভার ও হাডসন নদীর মধ্যে অনুষ্ঠিত এ নৌ-ভ্রমণে অংশগ্রহণকারীরা বিশ্বের রাজধানী খ্যাত ম্যানহাটানের দৃষ্টিনন্দন এলাকাগুলো প্রাণ ভরে অবলোকন করেন।

‘স্ট্যাচু অব লিবার্টি’র কাছে দিয়ে ‘স্কাইলাইন প্রিন্সেস’ নামক জাহাজটি অতিক্রমের সময় অনেকে সেলফিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। চমৎকার আবহাওয়ায় প্রায় সকলেই ছিলেন ফুরফুরে মেজাজে। আর অভূতপূর্ব সেই পরিবেশকে আরো মধুময়-স্মৃতিময় করেন নন্দিত ও জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, রন্টি দাস, কামরুজ্জামান বকুল ও শিমুল খান নিজ নিজ পরিবেশনায়। গানে গানে মাতোয়ারা প্রবাসীরাও ফিরে যান শৈশব আর কৈশোরের হারিয়ে যাওয়া দিনগুলোতে।

‘সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’র শুভ সূচনা প্রসঙ্গে ‘অ্ল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’র সিইও আব্দুল কাদের শিশির বলেন, প্রবীণদের জন্যে নিউইয়র্ক স্টেট প্রদত্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার যে অভিপ্রায় আমাদের রয়েছে তা ষোলকলায় পূর্ণ করার সংকল্প থেকেই এ আয়োজন। নিজের ভাষা-সংস্কৃতি এবং একেবারেই নিজ বাড়ির মতো নির্মল আনন্দদায়ক একটি পরিবেশে প্রবীণরা দিনাতিপাত করতে পারবেন ডে কেয়ার সেন্টারে। খাবারও পাবেন বাঙালি রসনার। ডে কেয়ার সেন্টারটিকে সকলেই মনে করবেন বাংলাদেশের নিজ বাড়ি--এমন ব্যবস্থাপনা থাকবে।

‘নৌভ্রমণে’ অংশগ্রহণকারী কয়েকজন প্রবীণ মাইক নিয়ে কথা বলেছেন এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের। বলেছেন, ‘সন্তান-নাতি-পুতি সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় আমাদের একাকী দিনাতিপাত করতে হচ্ছিল। এখন এই ডে কেয়ার সেন্টার সেই অসহনীয় একাকিত্ব ঘুচিয়ে দেবে বলে আশা করছি।’

এমন ব্যবস্থা এই বহুজাতিক সমাজে চালুর আকুলতা ছিলো বহুদিনের। কারণ, বিদ্যমান ‘এডাল্ট ডে কেয়ার সেন্টার’সমূহে বাঙালি খাবার দূরের কথা, বাংলায় কথা বলার মতো পরিবেশও নেই। ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’ সেই অভাব দূর করার পথে একধাপ। এগুলো উল্লেখ করেন আব্দুল কাদের শিশির। নৌভ্রমণের সমাপনী বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, সকলের আন্তরিক সহায়তায় আমরা অনেক এগিয়েছি। আরো বহুদূর এগুতে চাই কম্যুনিটির সকলকে পাশে নিয়ে, সকলের সহযোগিতায়।

প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সোনিয়া সিরাজের প্রাণবন্ত উপস্থাপনা ও পরিচালনায় এ নৌভ্রমণে মা-বাবার সাথে ছিলেন সন্তান-নাতি-পুতিরাও। ছিলেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও। সম্প্রীতির এক অনন্য বন্ধনে অপরাহ্ন ১২ টায় সূচনা করে বিকেল ৫টায় আবারো জাহাজ ভিড়েছে ‘ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্টে’র পার্শ্ববর্তী ফ্লাশিং বে-তে। এখান থেকেই শুরু হয়েছিল যাত্রা। অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন তারেক হাসান খান সবাইকে অনুষ্ঠানে আসার জন্েয ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুপুরের প্রীতিভোজের ফাঁকে অনুষ্ঠানে একটি সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দিত করেছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট শাহ ফারুক এবং দুটি সংগীত করে সবাইকে মুগ্ধ করেছেন অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন তারেক হাসান খান।অনুষ্ঠানে ইংরেজি কবিতা আবৃত্তি করে সবার মন জয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অতিথি আকতার হোসেন। আমন্ত্রিত অতিথির মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান আতা, আই-টিভির পরিচালক রিমন ইসলাম, আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি,সাংস্কৃতিক সংগঠক ডা. নারগিস রহমান, সাংস্কৃতিক সংগঠক ঝর্ণা চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মাসুদা ইয়াসমীন রুমা, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শ্যামল এবং বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়