বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:০৩

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাপস চন্দ্র সরকার
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

'ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার' এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। গত মঙ্গলবার (২০ মে ২০২৫) রাত সাড়ে ৭টায় নগরীর কান্দিরপাড়স্থ দেশপ্রিয় কনভেনশন সেন্টারে সংগঠনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতিমণ্ডলীর সদস্য হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু ও প্রতিদিনের বাংলাদেশ, বৃহত্তর কুমিল্লার ব্যুরো চীফ সাংবাদিক দীলিপ কুমার মজুমদার প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন সুকেন সরকার, কবি অমৃত লাল দত্ত, প্রদীপ কুমার সাহা, যুবরাজ সরকার (মেম্বার) ও দীলিপ কুমার নাগ (কানাই) সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার শতাধিক নেতা-কর্মী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র সাহা। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের বিকল্প নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়