প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:২৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মানফুহা শাখা কমিটির পরিচিতি সভা

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবগঠিত রিয়াদ মানফুহা শাখা কমিটির পরিচিতি সভা ২০২৫ ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ ইসলামী আন্দোলন বাংলাদেশ মানফুহা শাখা কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এইচ এম আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি শায়েখ মিজানুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগরের সভাপতি মাওলানা উসমান গণী রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগরের উপদেষ্টা মুফতি জহিরুল ইসলাম, হাফেজ বেলাল হুসাইন, মাওলানা কবির হোসেন, হাফেজ শাহাদাত হুসাইন, মাওলানা ফরিদ উদ্দিন, আলহাজ্ব শওকত আলী, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর বিপুল সংখ্যক নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রিয়াদ মানফুহা শাখার নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
বক্তারা বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থার হুকুমত কায়েম করতে হবে। দেশের সকল রাজনৈতিক দলের খেলা দেখা শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আল্লাহ ও আল্লাহর রাসূলের আইন অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।