প্রকাশ : ১০ মে ২০২৫, ১৮:৪৭
সৌদি প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির অভিষেক ও আলোচনা সভা

সৌদি আরব প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির অভিষেক ও আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক গাজী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান সমন্বয়ক তাজুল ইসলাম গাজী, উপদেষ্টা মোস্তফা মুন্সী, শরীফ হোসেন খান, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস, সাধারণ সম্পাদক মাসুদ জমাদার, প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম খান ও সহ-সভাপতি আলমগীর হোসেন। প্রবাসী চাঁদপুর জেলা, সদর ও বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক বিএনপির নেতা- কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল- বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে, আগামীতেও কাজ করে যাবে। কেননা বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল।
সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।