শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:৫০

সততা ও কিছু কথা

ড. আব্দুস সাত্তার
সততা ও কিছু কথা

কোনো কিছুর হুবহু প্রকাশ করা হলো সত্য অর্থাৎ কোনো কিছু গোপন না করে, মিথ্যা বা কল্পনার আশ্রয় না নিয়ে সম্পূর্ণভাবে প্রকৃত ঘটনা প্রকাশ করা হলো সত্য। আর সত্যের পথে পরিচালিত, সত্যকে প্রায়োগিক জীবনে প্রতিফলন ঘটিয়ে জীবন যাপন করা হলো সততা । সৎ জীবনকে আদর্শ জীবন রূপে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলেই জীবনের সার্থকতা বাড়ে।

ইংরেজিতে একটা প্রবাদ আছে, “If money is lost nothing is lost, wealth is lost something is lost, but character is lost everything is lost” অর্থাৎ ‘’টাকা হারিয়ে গেলে কিছুই হারায় না, যদি সম্পদ হারিয়ে যায় তবে কিছু হারিয়ে যায়, কিন্তু যদি চরিত্র হারিয়ে যায় সবকিছু হারিয়ে যায়”। অথচ আজকাল মিথ্যা বলাটা অনেকের জন্যে ফ্যাশন হয়ে গেছে। যে ব্যক্তি যত পরিমাণ মিথ্যা বলতে পারে তাকে তত পরিমাণ চতুর ও বুদ্ধিমান মনে করা হয়।

আমাদের দেশে সততার অবস্থা খুবই নাজুক। এদেশে দুর্নীতি জাতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতির কালো থাবা আঘাত হানেনি। দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, গুম-হত্যা, রাহাজানি বর্তমানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। সৎ পথে উপার্জনের চেয়ে অসৎ পথে উপার্জনের দিকে জাতি বেশি ঝুঁকে পড়েছে। অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রতিযোগিতা চলছে। সততা সর্বোৎকৃষ্ট পন্থা হলেও আমাদের মানবিক মূল্যবোধ দিন দিন হ্রাস পাচ্ছে। সত্যের পথ ছেড়ে আমরা অন্ধকারের পথে হাঁটছি।

সততার কথা সব ধর্মেই আছে। নেককার ও বদকার, অফিসার কিংবা কর্মী, শিক্ষক বা ছাত্র, পীর কিংবা মুরিদ, ধনী হোক বা গরিব, পিতা-মাতা, স্বামী-স্ত্রী, প্রেমিক প্রেমিকা, হোক বা সন্তান, মোদ্দা কথা মানব জীবনের প্রতিটি বিভাগের সাথে সম্পর্ক রাখার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সততা। মানব সমাজের নিরাপত্তা, প্রশান্তি, সুখ-শান্তি, বিনির্মাণ, উন্নতির ভিত্তি হলো সততা। সততা থাকলে মানুষের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকবে না। কেউ দুর্নীতি করবে না, ঘুষ নেব না, অবৈধ উপায়ে উপার্জনের চেষ্টা করবে না। সবাই সুন্দর ও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে। সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্য কখনো চাপা থাকে না। সত্য সকল প্রতিকূলতাকে জয় করে তার স্বরূপে ফিরে আসবে। সততা হবে সকল অন্যায়-অত্যাচার, খারাপ কাজের বিরুদ্ধে হাতিয়ার। সততার আলোকে সমাজকে আলোকিত করতে হবে। আসুন আমরা শপথ করি সবাই সততা অবলম্বন করে চলবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়