শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৯

৫০ প্রবাসীকে নিজ দেশে পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন

আহমাদুল কবীর, মালয়েশিয়া থেকে
৫০ প্রবাসীকে নিজ দেশে পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন

বিভিন্ন অপরাধে সাজা শেষে ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ৯ জন, ইন্দোনেশিয়ার ৯ জন, পাকিস্তানের ৬ জন এবং ভারতীয় ২জন ও চীনের ২জন নাগরিক রয়েছেন। সোমবার (২১ এপ্রিল ২০২৫) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বিদেশি নাগরিকের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী কেএলআই ১, ২ ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে দেশটির আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ছবি-১২

যুক্তরাজ্য আওয়ামী লীগ সেক্রেটারির ছেলের বিয়েতে দেশত্যাগী আওয়ামী লীগ নেতাদের মিলনমেলা

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ॥ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সেক্রেটারী) সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডাক্তার ফাইয়াজ রহমানের বিয়ে উপলক্ষে লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ প্রবাসী বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ঘটে।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা হচ্ছেন : ড. হাছান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক; আব্দুর রহমান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য; খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; শফিকুর রহমান চৌধুরী, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি; হাবিবুর রহমান হাবিব, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এই নেতারা দেশত্যাগ করেন এবং দীর্ঘদিন পর এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন।

অনুষ্ঠানে লন্ডনের কয়েকজন মেয়র, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সুরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ১২০০ অতিথির জন্যে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে খাবার-দাবারে ছিলো আভিজাত্যের ছোঁয়া। ইংরেজ অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “এতো বড়ো বিশাল আয়োজনে সবার সমাদর হয়তো ঠিকমতো করতে পারিনি। আমার পরিবারকে এই সময় দেওয়ার জন্যে সবার কাছে কৃতজ্ঞ আমি।”

এই বিয়ের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ, এটি ছিলো এই নেতাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ার একটি বিরল ঘটনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়