প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩০
এইদিনে
২০০১ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের পাক্ষিক আয়োজন পাঠক ফোরামের শততম সংখ্যা উদ্যাপন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
২০০২ সালের এইদিনে তৎকালীন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি এসএ সুলতান টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সভাপতি নির্বাচিত হন।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর সদরের কামরাঙ্গা মিজি বাড়িতে ঘাতক জামাতার হাতে শ্বশুর ইকবাল হোসেন বুলু (৪৫) ও শাশুড়ি মমতাজ বেগম (৪০) খুন হন এবং ঘাতক সুমনের স্ত্রী লাকী আক্তার শারমিন গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা ঘাতক সুমন শেখকে গণধোলাই দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
২০১৬ সালের এইদিনে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. নাজমুল (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামে শাহিদা আকতার (১৫) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করে।
২০১৮ সালের এইদিনে ফরিদগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
২০২০ সালের এইদিনে হাজীগঞ্জের ধড্ডা খাল পাড় এলাকায় বৈদ্যুতিক শট-সার্কিটের অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
২০২১ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযানে ৩৫ মণ জাটকাসহ ৬ জনকে আটক করে।
২০২২ সালের এইদিনে চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়।
২০২৩ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার রঘুনাথপুর গাজী বাড়ি থেকে সুরাইয়া আক্তার কেয়া (১৭) নামে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।