রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৮:২০

হাজীগঞ্জে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ

কামরুজ্জামান টুটল
হাজীগঞ্জে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ

হাজীগঞ্জে সেনাবাহিনী বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক ঢেউটিন, গবাদি পশু খাদ্য ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর আর্মি ক্যাম্প উক্ত কার্যক্রম পরিচালনা করে। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (অধিনায়ক, ২১ বীর), মেজর আরিফ , ক্যাম্প কমান্ডার (হাজীগঞ্জ আর্মি ক্যাম্প), উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, থানার অফিসার ইনচার্জ মাঈনুদ্দিন, হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাজহারুল , উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভপতি হাসান মাহমুদ ও হাজীগঞ্জের কয়েকজন সমন্বয়ক। উল্লেখ্য, হাজীগঞ্জ ও তার আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল ও গবাদিপশু পালনে বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। যে কারণে গত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে এ সকল এলাকায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করা হচ্ছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়