বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   তীব্র গরম, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৩

সন্তানের সাফল্যের পিতা-মাতার আনন্দ

অনলাইন ডেস্ক
সন্তানের সাফল্যের পিতা-মাতার আনন্দ

একজন সন্তান যখন ভালো কাজে অংশগ্রহণ করে তখন পিতা-মাতার আনন্দের সীমা থাকে না। আবার সন্তান যখন কষ্টে থাকে তখন পিতা মাতার দুঃখের সীমা থাকে না। সন্তানের সাফল্যে একজন পিতার অনুভূতি এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই প্রকাশ করেন। তা হুবহু প্রকাশ করা হলো :

আজ আমাদের আনন্দ! আনন্দ!

আমার ছোট ছেলে প্রখর পীযূষ বড়ুয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর কর্তৃক আয়োজিত 'ইংলিশ ও আইসিটি অলিম্পিয়াড ২০২৩' এ ইংরেজি বিভাগে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এই অলিম্পিয়াডে ২২টি স্কুলের ২২০ জনের মতো প্রতিযোগী নিজ নিজ স্কুল কর্তৃক বাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণ করে। ইংরেজি বিভাগে 'স্পেলিং বী' ও 'ইংলিশ স্পিচ' এই দুটো ইভেন্টের সমন্বয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষাবীর-কন্যা ডা. দীপু এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, পিপিএম,বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব বশীর আহমেদ ( জেলা প্রশাসকের পক্ষে), বিশিষ্ট শৈল্য চিকিৎসক ( ডায়াবেটিক ফুট সার্জন) ডা. জে.আর.ওয়াদুদ টিপু এবং ড্যাফোডিল গ্রুপের সিইও ড. নুরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি স্কুলের অধ্যক্ষ নূর খান মহোদয়ের নির্দেশনায় এবং উপাধ্যক্ষ জনাব রেজাউল করিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পুরস্কার গ্রহণকালে প্রখরের সাথে প্রখরের মাকে না দেখে (প্রখরের মা আজ তার ইনার হুইল ক্লাবের ক্লাব ভিজিট নিয়ে ব্যস্ত এবং সেখানেও একজন অতি সম্মানীয়া বরেণ্য অতিথি তাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন) মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় আপা তাকে সাহস দিয়ে বলেছিলেন, 'মা নেই তো কী হয়েছে, ফুপি তো আছে।' এ কথায় প্রখর খুবই অনুপ্রাণিত হয়ে তার মাকে ফোন করে উল্লাস প্রকাশ করে। তার মাকে সে জানায়, প্রাইজ মানির চেয়ে এই সাহসই তার জন্যে বড়ো পুরস্কার।

অনুষ্ঠানে প্রত্ন পীযূষ ও প্রখর পীযূষ দুজনেই সঙ্গীত পরিবেশন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়