বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ০২:৫৮

পাঁচ মিনিটের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
পাঁচ মিনিটের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি গ্রামে ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। একমাত্র ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর বাবার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।বাবা-ছেলের দুজনকে এক সঙ্গে জানাজা দিয়ে তাদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ামাটি গ্রামে গত বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রাত ৮টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনার পাঁচ মিনিট পর মুজিবুর রহমানের বাবা মজিদ দারোগা (৯০) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মজিদ দারোগা বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়