রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০১

পঞ্চগড়ে তৃতীয় দফায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে তৃতীয় দফায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক

ভোরে ঝলমলে সূর্যের আলো ছড়ালেও পৌষের কনকনে শীতে তৃতীয় দফায় দুদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর পৌষের জেঁকে বসা তীব্র শীতে কাঁপছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের মানুষ। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুদিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে। তবে ভোর থেকে দেখা গেছে ঝলমলে রোদ। রাতভর তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে এমনটাই জানিয়েছেন এ অঞ্চলের স্থানীয়রা। সকালে ঝলমলে রোদ হওয়ায় কাজ কর্মে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুদিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়