রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:১৭

হাইমচরে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

মো. সাজ্জাদ হোসেন রনি।।
হাইমচরে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাড়ীকান্দিতে নিজ স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছে।

রোববার (২৩ নভেম্বর ২০২৫) নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ীকান্দিতে এ খুনের ঘটনা ঘটে। নববধূর নাম কাকলি বেগম। এক ভিডিও সাক্ষাৎকারে স্বামী বলেন, আমার বউয়ের গর্ভে যে ৭ মাসের বাচ্চা রয়েছে সেটা আমার না, সে বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো। আমি সাংসারিকভাবে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম। আমার অগোচরে সে বিভিন্ন পরপুরুষের সাথে মেলামেশা করতো। আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করি।

ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এস আই কবির সহ সঙ্গীয় ফোর্স ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।

নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির শিকদার জানান, খুনের খবর শুনে আমি ঈশান বালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করলে এস আই কবির সহ সঙ্গীয় ফোর্স এসে লাশটি উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহিরুলকে আটক করে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে বলে আমি আশা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়