সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১:০২

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে রোববার (৯ নভেম্বর ২০২৫) যৌথবাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৯ নভেম্বর ২০২৫) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মুজিবুর রহমান (৪৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪ হাজার ২০০ টাকা এবং ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

একইদিন পৃথক অভিযানে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী লিটন মাঝি (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৬০ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়