রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩১

রহমতপুর কলোনীতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

স্বর্ণ ও নগদ অর্থ লুট, আতঙ্কিত এলাকাবাসী

কবির হোসেন মিজি
রহমতপুর কলোনীতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

​চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার 'খান কটেজ' নামে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার

(২৫ অক্টোবর ২০২৫) এই চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। শহরের বিভিন্ন স্থানে ঘন ঘন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, খান কটেজের মালিক প্রবাসী মমিন খান। ঘটনার দিন পারিবারিক কাজে তার স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিলেন। দুদিন ধরে বাসাটি খালি থাকায় চোর চক্র এই সুযোগ নেয়। শনিবার রাতে মমিন খানের স্ত্রী বাসায় ফিরে এসে ঘরের ভেতরের দৃশ্য দেখে আঁতকে উঠেন। তিনি দেখতে পান, ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করা এবং স্টিলের আলমারি ভাঙ্গা। এরপরই তিনি দ্রুত চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক মিয়াসহ পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

​ভুক্তভোগী পরিবার পুলিশকে জানায়, চোরেরা আলমারি ভেঙ্গে আনুমানিক ৩ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

​এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর ডি এম শাহজাহান।

তিনি জানান, গত ক'দিনে এ এলাকায় অন্তত পাঁচটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ক'টি ঘটনায় মামলাও হয়েছে। এই চোর চক্রকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে চুরি রোধ করার জোর দাবি জানান তিনি।

​চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক মিয়া সাংবাদিকদের জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে চোর চক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য জোর তদন্ত কাজ চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়