সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০:০১

মতলব উত্তরের মেঘনা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ৩০হাজার মিটার কারেন্ট জাল আটক

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরের মেঘনা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ৩০হাজার মিটার কারেন্ট জাল আটক
মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে।

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার যৌথ অভিযানে ৩০হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে এ কারেন্ট জাল আটক করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রোববার মেঘনা নদীর বিভিন্ন অংশে পরিচালিত অভিযানে মেঘনা নদীর এখলাশপুর, জহিরাবাদ মোহাম্মদপুর হতে ৩০ হাজার মি. কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মিলন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার ও মোশারফ হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৩০ হাজার মি. কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়