রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি ॥
র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রোববার (১৯ অক্টোবর ২০২৫) সকালে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আলমগীর হোসেন ওরফে কানা আলমগীর (৪০) নামক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০.৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন ওরফে কানা আলমগীর (৪০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১'র মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১'র অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়