শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৫:৪১

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযান

ইলিশ মাছসহ ২ জন আটক, ১৫ হাজার টাকা অর্থদণ্ড

মাহবুব আলম লাভলু।।
ইলিশ মাছসহ ২ জন আটক, ১৫ হাজার টাকা অর্থদণ্ড
মতলব উত্তরে ইলিশ মাছ ও আটক ২ জনসহ সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে ইলিশ মাছসহ ২ জনকে আটক এবং ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাত ৯টায় নয়ানগর ও এখলাশপুরে অভিযান চালিয়ে ৬ কেজি ইলিশসহ ২ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে মোহাম্মদপুর গ্রামের মৃত মালন শাহ মাঝির ছেলে শাহজাহান মাঝিকে ১০ হাজার টাকা ও নয়ানগর গ্রামের শহীদ উল্লাহ মোল্লার ছেলে আরিফ মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার উপ পরিদর্শক মিজানুর রহমান ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়