প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৫:৪১
মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযান
ইলিশ মাছসহ ২ জন আটক, ১৫ হাজার টাকা অর্থদণ্ড
মাহবুব আলম লাভলু।।

মতলব উত্তরে ইলিশ মাছ ও আটক ২ জনসহ সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে ইলিশ মাছসহ ২ জনকে আটক এবং ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
|আরো খবর
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাত ৯টায় নয়ানগর ও এখলাশপুরে অভিযান চালিয়ে ৬ কেজি ইলিশসহ ২ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে মোহাম্মদপুর গ্রামের মৃত মালন শাহ মাঝির ছেলে শাহজাহান মাঝিকে ১০ হাজার টাকা ও নয়ানগর গ্রামের শহীদ উল্লাহ মোল্লার ছেলে আরিফ মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার উপ পরিদর্শক মিজানুর রহমান ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।