প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২২:২৭
মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বকচর, বোরোচর হতে ১০ হাজার মি. কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ১০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।