সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:১৯

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ স্কাফ ও ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি ॥
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ স্কাফ ও ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাব-১১- এর একটি বিশেষ অভিযানে কুমিল্লা শহরের রাজমঙ্গলপুর এলাকা থেকে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর ২০২৫) ভোরে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া নারী জেসমিন (৪০) কুমিল্লা কোতোয়ালি থানাধীন রাজমঙ্গলপুর গ্রামের আবাদ মিয়া খন্দকারের স্ত্রী। র‌্যাব সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে মিলে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে র‌্যাব-১১ মাদক, অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ব্যাপক সাফল্য দেখিয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে মোট ৪১৫ জন মাদক কারবারি, ১৮২ জন হত্যা মামলার আসামি, ৮৫ জন ধর্ষণ মামলার আসামি এবং জঙ্গিসহ বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়