সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:১৬

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি ॥
কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২-এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানটি শুক্রবার (৩ অক্টোবর) রাতে কোতয়ালী মডেল থানার বাঁশমঙ্গল এলাকায় পরিচালিত হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. নাজিম (২২)। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নাজিম কুমিল্লার কোতোয়ালী মডেল থানার দুতিয়া দিঘিরপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দরে বিক্রি করতেন।

র‌্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়