শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

কবর দেয়ার প্রাক্কালে নড়েচড়ে ওঠা সেই নবজাতকের হাসপাতালে মৃত্যু

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
কবর দেয়ার প্রাক্কালে নড়েচড়ে ওঠা সেই নবজাতকের হাসপাতালে মৃত্যু

চাঁদপুর পৌর কবরস্থানে কবর দেয়ার সময় নড়েচড়ে ওঠা সেই নবজাতকের হাসপাতালে মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ডিএনএ টেস্ট করিয়ে সেই নবজাতক শিশুটির জানাজার ব্যবস্থা করা হয়েছে। রাত আড়াইটায় চাঁদপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে সেই পৌর কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

উল্লেখ্য, রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে একজন অজ্ঞাত ব্যক্তি একটি কার্টনে করে নবজাতক শিশুটিকে চাঁদপুর পৌর গোরস্তানে দাফনের জন্যে দিয়ে যায়। সেখানকার গোরখোদক শিশুটিকে দাফনের জন্যে আজান দিয়ে জানাজার প্রস্তুতি নিলে কার্টন খুলে দেখেন শিশুটি নাড়াচড়া করছে। বিষয়টি তাৎক্ষণিক সেখানে চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে সংবাদ কর্মীরাও ছুটে আসেন সেখানে। পরে নবজাতককে উদ্ধার করে চাঁদপুর ফেমাস হাসপাতালে নেয়া হয় এবং স্থানীয় সংবাদকর্মীসহ মানবিক লোকজনের সহায়তায় বাচ্চাটিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হয়। কিন্তু রোববার

রাত সাড়ে ৯টায় শিশুটি এনআইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়