প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৮
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান ও ভ্রাম্যমাণ আদালত
নিম্নমানের পণ্য তৈরির অবৈধ কারখানা শনাক্ত, ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ আদালত স্থাপন করে নিম্নমানের পণ্য তৈরির একটি অবৈধ কারখানা শনাক্ত এবং অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
|আরো খবর
- দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে উদ্যোগ ও আগ্রহ বাড়াতে হবে
- প্রসাদ বিতরণ ও পূজার মধ্যে না রেখে ধর্মের বাণী কী ছিল নতুন প্রজন্মের সামনে সেটা আলোচনা করতে হবে ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
- রোটারী ক্লাবগুলো নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্যে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে ........রোটারিয়ান এম আতাউর রহমান পীর
সোমবার (১৮ আগস্ট ২০২৫) তারিখ দুপুর ১টার সময় চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ কারখানার ওপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকায় নিম্নমানের বিভিন্ন পণ্য তৈরি করায় সানওয়ে কনজিউমার এন্ড অ্যাগ্রে বিডি নামক এটি অবৈধ কারখানা শনাক্ত করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।