মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২২:০২

চাঁদপুরের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযান

মাদক কারবারি, চোর, কিশোর গ্যাংসহ ৫ জন আটক

অনলাইন ডেস্ক
মাদক কারবারি, চোর, কিশোর গ্যাংসহ ৫ জন আটক

যৌথবাহিনীর পৃথক অভিযানে চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা থেকে দু নারীসহ তালিকাভুক্ত মাদক কারবারি, চোর, কিশোর গ্যাং সদস্য ৫ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য মো. জিসান (১৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

একইদিন দুপুর দেড়টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শাহরাস্তির ওয়ারুক রেলস্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফাতেমা (৪০) এবং ছমেদা (৩৫)কে গ্রেফতার করা হয়। তাদের থেকে ১৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

একইদিন যৌথবাহিনী মতলব দক্ষিণ উপজেলা হতে তালিকাভুক্ত চোর চক্রের সদস্য আটক করে। সকাল ১০টা ২৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি চোরবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দক্ষিণ মতলব উপজেলার দক্ষিণ দিঘলদী, মুন্সিরহাট এলাকা থেকে তালিকাভুক্ত চোর চক্রের সদস্য হৃদয় গাজী (২১)কে আটক করা হয়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে যৌথবাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে মাদক ব্যবাসায়ী মো. দোলোয়ার হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত ব্যক্তির নিকট হতে ১৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়