মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৮:৫৫

মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিক পিতার পথ চেয়ে শিশু সন্তানরা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিক পিতার পথ চেয়ে শিশু সন্তানরা

লক্ষ্মীপুরে রুবেল হোসেন নামের এক সাংবাদিক তিন মাস কারাবন্দি। জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় লক্ষ্মীপুরে নিহত আফনান হত্যায় জড়িত থাকার মিথ্যা অভিযোগ এনে ২১ এপ্রিল রাতে শহরের উত্তর তেহমনি এলাকায় মব সৃষ্টি করে মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে। রুবেল অনলাইন নিউজ পোর্টাল 'ঢাকা মেইলে'র লক্ষ্মীপুর প্রতিনিধি।

সাংবাদিক রুবেল হোসেন সদর উপজেলার লাহরকান্দি ইউনিয়নের আবীর নগর গ্রামের ফজলুল করিমের ছেলে। তার অসুস্থ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দু শিশু সন্তান তিন মাস বাবাকে দেখতে না পেয়ে কান্না করছে বাড়িতে। প্রতিনিয়ত তারা অপেক্ষায় থাকেন সাংবাদিক বাবা কখন বাড়িতে আসবেন।

২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে জনতার সাথে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে। সেদিন সংঘর্ষে শিক্ষার্থী সাদ আল আফনান সহ ৪জন শিক্ষার্থী নিহত হয়, আহত হয় ছাত্র-জনতা।

গত ১৪ আগস্ট নিহত শিক্ষার্থী আফনানের মা নাসিমা আক্তার বাদী হয়ে সদর উপজেলার চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় প্রতিহিংসামূলকভাবে সাংবাদিক রুবেলের নাম ৫৮ নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়। মামলাটি হওয়ার পর তা প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়। সাথে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, জেলা বিএনপি ও জামায়াত নেতাদেরকেও জানানো হয়েছে।

গত ২১ এপ্রিল রাতে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় 'মব' সৃষ্টি করে একদল লোক সাংবাদিক রুবেলের উপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ রুবেলকে শিক্ষার্থী আফনান হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।।

রুবেলের স্ত্রী রিমি আক্তার বলেন, তার স্বামীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানি করছে। অভাব অনটনের সংসার জীবনে সম্পদ দুই সন্তান। আমার স্বামী অপ-প্রচারের বলি এবং মানবিক সাংবাদিক। সাংবাদিক স্বামীর বিরুদ্ধে করা মামলাটি সঠিক তদন্তের দাবি জানান স্ত্রী রিমি আক্তার।

রুবেলের মা কাজল রেখার বলেন, তার ছেলে ছিলো বিপথগামী মানুষের বন্ধু। কোনো মানুষের ক্ষতি করেনি। ষড়যন্ত্রমূলক মামলায় তিন মাস কারাবন্দি সে। এখন আর কেউ আমার ওষুধ এনে দেয় না। দুই নাতি ও পুত্রবধূকে নিয়ে অনেক কষ্টে আছি। রুবেলের মুক্তি চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র সাংবাদিক বলেন, রুবেলের সঙ্গে অন্যায় করা হয়েছে। সে সাহসী ও প্রতিবাদী সংবাদকর্মী। প্রতিহিংসামূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তার ওপর হামলা ও আটকের ঘটনায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নয়া-দিগন্তের সাংবাদিক মুস্তাকুর রহমান নিন্দা জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট করেন।

ফেসবুকে পোস্ট করার পরপরই হামলাকারীরা তাকে হুমকি দেয়। পরে তিনি নিরাপত্তা চেয়ে মডেল থানায় সাধারণ ডায়েরিও করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে রুবেলকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়