প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৩:২৩
ফরিদগঞ্জে কিশোরীর রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জে মরিয়ম আক্তার (১৭) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) রাতে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর পাঠায়। মরিয়ম চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের সালাউদ্দিন ও জয়নব বানু দম্পতির মেয়ে। তবে সে তার নানার বাড়ি সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরামুন্সিরহাট গ্রামে থাকতো।
|আরো খবর
কিশোরীর নানী মমতাজ বেগম বলেন, মরিয়মের বাবা নেশায় আসক্ত, এ নিয়ে তাদের পরিবারে কলহ সৃষ্টি হয়। তার বাবা-মায়ের লিখিতভাবে বিচ্ছেদ না হলেও গত কয়েক বছর মরিয়মদের দুই বোনসহ তার মা আমাদের বাড়িতে চলে আসে। তার বাবা খোঁজখবর না নেয়ায় মরিয়মের মা ঢাকাতে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। মরিয়ম সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গণিত বিষয়ে ফেল করে। এতে বেশ ক'দিন তার মন খারাপ ছিলো। ঘটনার দিন আমি বাড়ির বাইরে ছিলাম, বাসায় কেউ ছিলো না। এই সুযোগে সে গলায় ফাঁস দিয়েছে, পরে তার ছোট বোন দেখে চিৎকার দিলে স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় বেশ ক'জন জানান, মরিয়মের পরিবারে গত ক'দিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে তার মা-খালা ও পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করে। পরিবারের কেউ প্রথমে জানতেন না সে সবার দৃষ্টির অগোচরে মোবাইল ব্যবহার করে। তবে কেনো ও কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সেটি রহস্যজনক।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছি।