বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৪

রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

রহস্যঘেরা অভিযানের নেপথ্য কী?

মো. জাকির হোসেন
রহস্যঘেরা অভিযানের নেপথ্য কী?
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জনপ্রিয় অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

তবে, এই অভিযোগের বিস্তারিত বা শাওনের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে ডিবি থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শাওনের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মেহের আফরোজ শাওন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত নাম। তিনি একজন অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী হিসেবে তিনি আরও পরিচিত।

সম্প্রতি, শাওন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় আসেন। গত বছরের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি ফেসবুকে লেখেন, "আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।" তিনি আরও লেখেন, "আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।"

এছাড়া, গত বছরের নভেম্বর মাসে ঢাকার বিভিন্ন স্থানে চলমান আন্দোলন ও বিক্ষোভ নিয়ে তিনি ফেসবুকে মন্তব্য করেন, "আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচিত হয়।

শাওনের এইসব মন্তব্য ও কর্মকাণ্ড তাকে সমর্থক ও সমালোচকদের নজরে নিয়ে আসে। তবে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তার আটক হওয়ার ঘটনা সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন।

আমাদের ভার্চুয়াল প্রতিনিধি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পাঠকদের জানাব।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়