মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:০৪

বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের  মনোনয়নপত্র দাখিল

আগামী ২৩শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা।

নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে বিকেল সোয়া চারটায়। আপত্তি দাখিল ও আপত্তি শুনানি রোববার (১৯শে জানুয়ারি) বিকেল তিনটা থেকে সোয়া ৩টা এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে একই দিন বিকেল চারটা পর্যন্ত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) নির্বাচনের তফসিল ঘোষণা করেন

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী

সমিতির সভাপতি অ্যাড. এ.এন.এম. মাইনুল ইসলাম। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহজাহান আখন্দ ও যুগ্ম সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ সায়েম। রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৭৫ জন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়