শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:৫২

নদীতে মিললো লাগেজ ভর্তি অজ্ঞাত তরুণীর মরদেহ

মো: জাকির হোসেন
নদীতে মিললো লাগেজ ভর্তি অজ্ঞাত তরুণীর মরদেহ
ছবি : সংগৃহীত

ভোলার লালমোহনে নদী থেকে লাগেজ ভর্তি অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনের হাওলা সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয় জেলেদের দেয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হবে। অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র :চ্যানেল 24

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়