শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হাইকোর্ট থেকে জামিন পেলেন ইউসুফ গাজী

হাইকোর্ট থেকে জামিন পেলেন ইউসুফ গাজী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ গতকাল সোমবার ইউসুফ গাজীকে এক বছরের জন্য জামিন দেন। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তবে তিনি জামিন পেলেও তিনি তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে উচ্চ আদালতে আইনি কোনো পদক্ষেপ নেবেন কি না তা জানা যায় নি।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজীর বিরুদ্ধে খুলনার একটি আদালতে অনেক পুরানো একটি মামলায় তাঁর সাজা হয়। এ কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়। এই বাতিলের বিরুদ্ধে তিনি আইনি প্রতিকার পেতে খুলনার আদালতে গত ২০ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেল হাজতে পাঠায়। সাতদিন কারাভোগের পর তিনি গতকাল জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়