মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১৫:৫৬

ইসলামী আন্দোলনের জেলা সভাপতি জয়নাল আবেদীন আটক !

গোলাম মোস্তফা
ইসলামী আন্দোলনের জেলা  সভাপতি জয়নাল আবেদীন  আটক !

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানাযায়, চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের গ্যাস অফিস সংলগ্ন মাদ্রাসাতুল দারুল মা'আরাবিয়ার একটি ঘটনার অভিযোগে উক্ত মাদ্রাসার পরিচালক ও ইসলামী আন্দোলন চাঁদপুর পৌর শাখার সভাপতি মুফতি আবু নঈম তানভীরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদ্রাসা থেকে থানায় আসে।

অধীনস্থ ইউনিটের দায়িত্বশীল নেতাকে আটকের খবর শুনে তাৎক্ষণিক জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন সহযোদ্ধাকে আটকের বিষয় খোঁজ খবর নিতে প্রথমে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে দেখা করতে গিয়ে তিনি না থাকায় সহযোদ্ধার আটকের বিষয়টি নিয়ে মডেল থানা পুলিশের এসআই কুদ্দুছের কাছে আটকের বিষয় নিয়ে কথা বলেন।

কথার এক পর্যায়ে এস আই কুদ্দুস বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি পালনকালে পুলিশের সাথে আপনি (জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন) অসৌজন্যমূলক আচরণের কারণে আপনাকে আটক করা হলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মডেল থানা ভবনের একটি রুমে তাঁকে বসিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের সাথে কথা বলার জন্য মোবাইলে কল করা হয়। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে বাবুরহাট পুলিশ লাইনে বড় একটি অনুষ্ঠানে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়