প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১
রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা

সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান টেলি কনফারেন্সের মাধ্যমে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং তথ্য ও প্রচার সম্পাদক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সুলতানসের উপদেষ্টা তাজুল ইসলাম গাজী।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সুলতানসের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, চাঁদপুর সুলতানসের উপদেষ্টা মোস্তফা মুন্সী, আলমগীর হোসেন আলম, মো. মাসুদ মিজি, খোরশেদ গাজী, ইউনুস মিজি, মো. সেলিম, মো. জাকির হোসেন ও সোহেল আলম হাজী। এছাড়া চাঁদপুর সুলতানসের ক্রিকেটার, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম কুমিল্লা স্টারের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়।
২৬ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম বরিশাল বাদশার ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬ টায়।
২৮ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্সের মধ্যে সন্ধ্যা ৬ টায় ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিনটি খেলাই অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবে বসবাসরত চাঁদপুর প্রবাসী সবাইকে খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহবান জানানো হয়।

চাঁদপুর সুলতানস্-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে : মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ, প্রবাস মেলা, চাঁদপুর ট্রিবিউন, আরটিভি ও বিজয় টিভি।
ডিসিকে/এমজেডএইচ